Review This Poem

একদিন মৃত্যুর শিরোনাম হব
জানবোনা শুধু আমি-ই,
পৃথিবীকূল থেকে বিছিন্ন হব
ততঃপর আমি নিতান্তই অতীত।

দুয়ারে প্রস্তুত লাশের খাটিয়া
বেলা দ্বিপ্রহর; বিদায় দিবে প্রিয়জন,
বিদায় বেলায় অবেলায় চলে গেলাম
শেষ কথাগুলোও অব্যক্ত এখন।

সেদিনও ছিলাম আমি —
এ অতীত প্রিয়জন রাখবেনা স্মরণে
রাখবেনা ছিলাম কভুও পৃথিবীতে,
ক্ষণেই ভুলে যাবে মোর অস্তিত্ব
মুহূর্তে হারিয়ে হব একাকার!

অশ্রু-আঁখি নিয়ে এ বিদায়
রেখে যাওয়া স্মৃতি সব,
আজ অম্লান ও অক্ষত
রাখলে স্বরণে মৃত্যুও প্রাণবন্ত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments