আজ জোর করে করেছ নত আর
তাই পিঠটা গেছে নুইয়ে
বাঁকা পিঠে কত লাথি চটকনা
মুখ বুজে গেছি সয়ে
ভাতে মেরেছ, প্রাতে মেরেছ
মেরেছ পানির গ্লাসে
ফ্রীজের শীতে হীম করেছ
মেরেছ শিশির ঘাসে
তাও বলিনি কিছু আজ আমি
অসহায় কিবা ভয়ে—
বাঁকা পিঠে কত লাথি চটকনা
মুখ বুজে গেছি সয়ে
রক্তের দাগ এখনো রয়েছে
শুকায়নি তা ঘাঁয়ে —
উপরে মেরেছ, নিচে মেরেছ
মেরেছ ডাইনে- বাঁয়ে
কোথাও শরীর বাকি ছিলো না
নগ্ন করেছ মাঠে —
কাগজে, উইলে, কলমে মেরেছ
মেরেছ বিদ্যাপিঠে
আমি শালা আজ প্রতিবাদ করি
সরকারি জামা গায়ে—
বাঁকা পিঠে কত আর্মির মার
মুখ বুজে গেছি সয়ে
ফুলে ফেঁপে ওঠে শরীর আমার
দগদগে সব ঘাঁয়ে —
আইনের মারে চৌদ্দ বছর
পঁচছি শ’য়ে শ’য়ে
আমার বোনের তণু নাম ছিলো
আর ফেলানি ছোট্টজন
সাগর রুনির নাম করে কোর্টে
ঘুরতেছি— বনবন
আবরার আর বিশ্বজিতের
স্বপ্ন দেখেছি প্রাতে
তাই কাপড়ে মেরেছে, চোপড়েও ওরা
মেরেছে আমায় ভাতে
গরমে, বসন্তে, বর্ষায় আর
গুলি করে ধুম শীতে
ক্ষাণকিরপোলা মেরেছে আমায়
জাতীয় সঙ্গীতে
বাংলা মায়ের নাম করে হে
ছোট্ট একটা ঘরে
মেরেছ আমায় ধুঁকেধুঁকে তোমরা
ভিষণই অন্ধকারে
কেউ হয়নি গুম আর খুন
সব চলে গেছে রুমে
ক্রোস ফায়ারের ভয়ে শালারা
মগ্ন রয়েছে ঘুমে
ঘুম হতে জেগে আচকা সব
ধ্বংস হয়ে গেছে বোমায়
রাষ্ট্র এমন মা হলে তোর
ছেলেরা থাকবে কোমায়।