মেয়েটার নাম অদ্রিতা। আমি বলি হাসবানা! জগতের সবার হাসির রাইটস আছে, তোমার হাসা অন্যায়!
তুমি হাসলে বিলকুল ভুলে যাই
বিধাতার নাম
খড়ের আসন
আর চাঁদ ভুলে গিলে ফেলি আস্ত পৃথিবী!
প্লিজ হাসবানা!
অনুরোধে ঢেঁকি গিলে তবুও যদি হাসো- কসম রইলো, জমিনে আর কোন ফুল ফুটবেনা
নীরব হয়ে যাবে প্রতিটা সন্ধ্যা
সূর্য আর উঠবেনা!
2022-05-08
সুন্দর তো