প্রিয় প্রভূ!
আপনি আমার সমস্ত স্বপ্ন চুরি করেছেন। আমাকে এবার গুলি করুন।
বেঁচে থাকার অধিকার সেতো কবেই নিয়েছেন আর দেহে প্রাণ সঞ্চার করে লাভ কী বলুন?
প্রিয় প্রভূ! আমার খাবার আপনি খেয়ে ফেলেছেন। আমাকে এবার হত্যা করুন।
আমাকে আপনি বিদ্ধ করেছেন কাঁচে
আধখাওয়া জাহাজে
ট্রেনের নিচে কেটে ফেলেছেন
সকালবেলা গুম করেছেন
পিতাকে আমার খুন করেছেন খুন
এবার আমাকে বাঁচিয়ে লাভ কি আর বলুন?
আমার নির্দোষ সব অধিকার তো কবেই আপনি পিষ্ট করেছেন পায়ে
আমাকে বাঁচিয়ে লাভ কি তবে বলুন?
এবার তবে রাইফেল বাটে আঘাত করে
বুক পেতে দেই তিনটে গুলি করুন।