চারদিকে লাশ আছে
মাঠে পোড়া ঘাস
বোমার স্প্লিন্টারে
এ কেমন ত্রাস!
এ কেমন ত্রাস চলে—
কেন এত খুন?
রোডে ফাটে ককটেল
বাহনে আগুন!
পুলিশের হাক ডাকে
মুখরিত ক্যাম্পাস
টায়ার পুড়ছে ওখানে
কাঁচ ভাঙা বাস
নাভিকূপ ভেদ করে
তেড়ে ওঠে শ্বাস
জমিন পুড়ছে ধীরে
কিছুবাদে আকাশ।