তোমরা এলিট শালা
তোমরাই সব
গরীবের পৃথিবীতে
তোমরাই রব
তোমাদের ইশারায়
পাখি ডাকে প্রাতে
দিন বুজে গেলে
চাঁদ ওঠে রাতে
তোমাদের ক্ষুধা পেলে
প্লেট ভরা আহার
বিনোদনে বাড়ি তুলে
নিয়ে আসো পাহাড়
বাতাস পাল্টে আসো
গিয়ে পর্তুগাল
তোমাদের জুতো আর
আমাদের গাল
তোমাদের হাসিমুখ
আমাদের মাংসে
তোমাদের চোখ শুধু
আমাদের বংশে
নিজের গন্ডা ছেলে
তাতে নেই চোখ
আমাদের তিনটেতে
গেলো শুধু ঢোক
তোমরা যে বই পড়ো
আমাদের ভিন্ন
তোমাদের ইশকুলে
তোমাদেরই চিহ্ন
আমরা ভিন্ন পড়ি
অন্য কেলাশে
ফারাক তাকালে পাবে
পেলেটে বা গেলাশে
নরাধম আমি আর
তুমি হও অধম
আমাদেরই বেশি লাগে
তোমাদের কম
তোমাদের ফোনটাও
উচ্চমার্গীয়
আমরা দোযখবাসী
তোমরা স্বর্গীয়
তোমাদের অবদান
লেখা থাকে ইতিহাসে
আমাদের প্রয়োজন
মাঠঘাট চাষে
তুমিই রাজা প্রভূ
আমি শুধু প্রজা
তোমাদের পৃথিবীতে
আমরাই বোঝা৷