নগন্য পাথর, তবে
ভাঙতে জানি
ব্যাঙের কুয়োতে আমার
সোনার খনি
আদেশে বসে স্বদেশী
সোনাগো বাহিনী
বন্দুক নড়ে তাগো
অনেক কাহিনী —
আছে, পুলিশের পোলা
আছে বিজিবির ছাও—
আছে চৌকিতে চোকিদার;
কোথায় পালাও?
সীমান্ত সীমানায়
তারেরও কাটা,
গরু বেচে গুলি মারে
ক্ষণিকের ব্যাটা…
মরে গেলে মরে যাই
লাশেরও ওপর
গুলি করে জোরেজোরে
বুটের চোপাড়
মরেও শান্তি কই
আম্মার দেশে
মরে গেলে কবরে
গলা ধরে ঠেসে
ওরে চুৎপারাণীর পোলা
ফেসবুকে গিয়ে
বিপ্লব চুদাচ্ছে
মদগাঁজা পিয়ে
নাহি মামুর বেটারা বাহে
বিশাল বাতেলা
খেয়ে বলে খাইনাই
তিন-চার বেলা
হাতের ঘুষি মারো
মারো পায়ের আঘাত
পাছা লয়ে ঘর লউক
সব প্রতিবাদ
এত ছালা প্রতিবাদ
ঘরে নাই ভাত
মায় পরে ছিড়াত্যানা
বাতি হীন রাত
তুমি যাই কও বাবা
সবই আমি জানি—
পলেস্তারের আস্তিনের
ব্যাসিক কাহিনী ।