কবি এমন এক অপরাধী যার অপরাধবোধ নাই।
কবি এমন এক পাপী যার পাপবোধ নাই।
কবি এমন এক শরীরের অধিকারী
যার অঙ্গ-প্রত্যঙ্গ আছে
কিন্তু তাদের নির্দিষ্ট আকার নাই।
কবি এমন এক ধার্মিক যার কাছে
কবিতাই পৃথিবীর শেষ ধর্ম।
তিনি জানেন কবিতাই একমাত্র চেতনা যা মানুষকে
মুক্তির জগৎটি দেখাতে পারে।
2020-07-30