4/5 - (4 votes)

সবুর করতে করতে ক’টা দিন কেটে গেল সংকটে
আর ক’টা দিন কীরকম সন্দেহে, উদ্বেগে

হবে কী হবে না -শঙ্কার আরাধনায়
কপালে ফুটেছে বলিরেখা

বিপদের আঁচ পেলে যাযাবর জলপিপি
উড়াল ডানায় খোঁজে পালাবার পরিণতি

কারো কারো তবু যাওয়ার থাকে না কোথাও
পাপের পাপড়ি ছুঁয়ে ভ্রান্তির ভ্রমর
শুধুশুধু বাঁধা পড়ে উৎকণ্ঠার আঠায়

আনন্দ যে আসেনি -এমন অভিযোগও ভিত্তিহীন
সেদিন সন্ধ্যার হাওরে লাফ দিয়ে উঠেছিল একটা
সাদা ঘোড়াচেলা মাছ

আয়োজন করে, ফিতে কেটে উদ্বোধন করা হলো
চাঁদের সুতোয় বোনা শাড়ির দোকান

কিন্তু…
তুমি সুন্দর কিন্তু পরস্ত্রী
আর ঈশ্বর একটা অসমাপ্ত রেখা, আর আমি
সেই সুতোর ওপর দিয়ে
কসরত করে হেঁটে যাওয়া এক বেকার।

২৩.১১.২২

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments