5/5 - (1 vote) দেখতে দেখতে চলে আসে যাওয়ার দিন চিরুনি জড়ানো চুল, আয়নায় আঙুলের ছাপ বিদায়ের পর কোলাহলহীন মলিন মঞ্জিল আর স্বজনেরা নিশ্চিত জানে- গিয়েছি চলে চলতে চলতে অনেকটা পথ পেরোনোর ক্লান্তি তবু আধোঘুমে কাঁধে টোকা- টিকেটটা প্লিজ.. 2020-09-12