4.5/5 - (2 votes)

আর কতকাল দেখবো আমি
এই ভাঙা-গড়ার খেলা,
ভাঙা-গড়া দেখতে দেখতে
কেটে যায় মোর বেলা ৷
নদী ভাঙে দু-কূলের তালে
পাহাড় ভাঙে স্রোতে,
এই দেখে উতলা হই
ভাঙা-গড়ার শ্লোকে ।
প্রকৃতিতে ভাঙা-গড়া সে’তো
সবারই আছে জানা,
এরই মাঝে মিশে স’বি
হয়েছে কালের চেনা।
ভাঙা-গড়া নিয়েই সবার
এগিয়ে যেতে হবে
ভাঙা-গড়ার মাঝেই নিজেকে
প্রস্ফূটিত করতে হবে।
আর কত‌কাল দেখবো আমি
এই ভাঙা-গড়ার খেলা
দেখতে দেখতে একটি সময়
আসবে মোর শেষবেলা ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments