স্কুল পালিয়েছি বহু বসন্তের মধ্য দুপুরে
ইচ্ছে হত মালয় সাগর পারি দেবার
রৌদ্র দুপুর,বন্ধুত্বের ভাগাভাগি টিফিনে
নদীর ধারার মত কেটে যেত সময়।
মাস্টারের দেশী ভেতের ভয়
তখনো গ্রাস করেনি মনের গহীনে,
কারণ আমরা ছিলাম নেপোলিয়ানের
ছাত্র।
স্কুল পালিয়েছি বহুবার
বিবর্ণ দেওয়াল পার করে
বিদ্যুৎ বেগে চেতনাহীন অলিতে গলিতে।
গল্পের পরে গল্প হয়েছে
উত্তেজনার ঝংকার হয়েছে
প্রতিযোগিতা হয়েছে মাছরাঙার সাথে
উড়ে বেড়াবার।
তারপর
বিকেলের শেষে ভিজে যেতাম
মায়ের ভয়ে,
নেপোলিয়ান তখন পালিয়ে যেত অচেনায়,
আমি হতাম একা,
অত্যাচার মনে হতো সেই সব বিকেল বেলায়
অভিমান হতো মায়ের উপর
আর নেপোলিয়ান শুধু বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতেন
স্কুল পালানোর সময়।