এখন গভীর এংগলো সেক্সন রাত
মরুভূমির বাতাস বেদুঈনের প্রজ্ঞার কাছে মাতানত,
ক্যাকটাস প্রতিনিয়ত আমাকে কাপুরুষ প্রমাণে মত্য,
আমার অস্থিত্ব সুচের অগ্রভাগের মত তীক্ষ্ণ ধূলিকণার
সাথে মিশে যাওয়ার অপেক্ষায় অপেক্ষিত
তবুও আমি ম্রিয়মাণ নই।
রাতের গভীরে মরীচিকা দেখবারও সুযোগ নাই
তবুও বার বার ভূল হয়ে যায়।
পৃথিবীর সকল পাপের মাশুল দিতে আসে ক্যাকটাস,
যারা আমাকে কাপুরুষ বলে।
এদের ভয়ে এখন আমার মৃত্যু হয়না
বেদুঈনের ধারালো অস্ত্রের কাছে
শিরচ্ছেদে অভ্যাসিত আমি।
এখন গভীর এংগ্লো সেক্সন রাত
পৃথিবীর সব ক্যাকটাস এর মৃত্যুর জন্য
প্রার্থনায় আমি বিভোর।