সন্ধ্যা রাতে বাসস্টপের বুকে,
ফিনিক ফোটা জোছনায়,
উত্তাল যৌবনের তীরে,
নিঃস্ব পিস্তল হাতে যুদ্ধের ময়দানে,
মিছে ইনসমনিয়ার বুকের মোচড়ে,
পকেট ভর্তী খুচরো পয়সার ভীড়ে,
বারুদের গন্ধে,
অচেনা যে পথে অন্ধ অবুঝ মনের কারুকাজ যেখানে
পথ চেনায়,
যেখানে পরিপূর্ণতা কুয়াশায় ডাকা,
যেখানে খামের ভেতর ঝাপসা নীল চিঠি,
যেখানে আগুনে পুড়ে গেছে অর্ধেক বয়স
সেখানে তোমাকে ভীষণ ভীষণ প্রয়োজন।
2022-02-26