আমার কবিতারা তোমার জন্য যুদ্ধ করে
তোমাকে ধরতে পারিনা
নিয়ম করে তোমাকে কল্পনা করতে হয়।
তুমি বাইজেন্টাইন,
ভাস্কর্যের মধ্যে বন্ধী কারুকাজ,
শহরের উষ্ণতম সন্ধ্যা
মাঝে মধ্যে তুমি দর্শন।
তুমি একটা ছায়া
পরিবর্তনশীল ভীরু প্রেমের অদ্রবণীয় অনু-পরমানু,
মাঝে মধ্যে তুমি উদ্দেশ্যহীন মিছিল,
একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বই
বারংবার পড়তে ইচ্ছে করে যাকে।
তুমি মেঘহীন আকাশ
দূরবীনের গাংচিল
বর্ণের সবচেয়ে সুন্দর শব্দ
সুরে সাবলীল।
তুমি একটা কল্পনা
মস্তিস্কের অবিরাম যুদ্ধ,
বুকের বা পাশ
হৃৎপিন্ড যেখানে উঠানামা করে
যাকে ধরতেই পারিনা।