আজকে তোমার জন্মদিন,
সকাল থেকে কমলা রং এর রোদ
তোমার জানালায় শুভেচ্ছা জানাচ্ছে।
আমার ক্যালেন্ডার জুড়ে আজকে তোমার নাম,
খোদাই করা আছে আজীবনের জন্য।
আজকে ইচ্ছে হলো তোমার খোপাই খোপাই
রজনীগন্ধা গুজে দিই,বিলবোর্ডে, প্লে কার্ডে, ব্যানারে
তোমাকে শুভেচ্ছা জানায়।
কিন্তু আমি তোমার অমনোযোগী
অগাস্টিনের বেকার প্রেমিক,
আমার সেই সাধ্য কোথায়!!
আমি বরাবরের মত ঠিক সময়ে
তোমাকে শুভেচ্ছা
জানানোর অভ্যাস করতে পারিনি।
আমি বলি
তোমার জন্ম শুভ হউক
তোমার পৃথিবী রাঙিয়ে যাক
সব প্রিয় রঙে
তুমি পৃথিবীর শ্রেষ্ট উপন্যাস
তুমি শ্রেষ্ট সম্রাজ্ঞী বাইজেন্টাইন
তুমি সুন্দরের প্রতিমূর্তি
সুরে সাবলীল
তুমি এপ্রিলের শ্রেষ্টত্বর রাত।