গভীর এক ঘোরের মধ্যে বসবাস আমার
শেক্সপিয়র থেকে ড্যান ব্রাউন, জীবনানন্দ থেকে রবীন্দ্রনাথ, প্লেটো থেকে মার্কস,সমুদ্র থেকে সমাধিতে,নীৎসের দর্শনে
সবখানে বোধহয় আমার বসবাস।
আমার বসবাস কোলাহল থেকে একাকিত্বে
চাতক থেকে মৌমাছিতে,
তবুও আমি জীবন থেকে শিখতে পারিনি
কিভাবে বাঁচতে হয়!!
আমি পৌছাতে পারিনি
সাধনার শেষ সীমানায়,
আমি জানতে পারিনি
মৃত্যু অবধারিত না হলে কি হত!!!
আমি শুনতে পারিনি
শিশিরের শব্দ,
আমি দেখতে পারিনি কান্নার রং কেমন হয়!!
রৌদ্র দুপুরে ভিক্ষার হাতের ওজন কত!!
আমি দেখিনি
৭১ এর আর্তনাদ
৬৫ এর হাঙরি কলকাতা
৫৩৬ এর ১৮ মাসের অন্ধকার আকাশ
ওয়ান ইলেভেন
বিধ্বস্ত জাপান।
আমি জানতে চাই
তাজমহলের ইটের ভাজে চাপা ভালোবাসা,
মত্তের পূরনো প্রেম
সুরের মূর্ছনা
শব্দহীন কবিতার রহস্য।
আমি বুঝতে চাই
ফ্রেমে বন্দী মানুষেরা আসলেই হাসে কিনা!!!!
রক্ত ছাড়া মানুষ সৃষ্টির প্রয়াসের শেষ কোথায়!!
আমি দেখতে চাই
খুনির হাতে কলম
আফিমখোরের হাতে গোলাপ
দুর্ভিক্ষের পরে হাসি
মৃত্যুহীন পৃথিবী।
2022-03-02