আমি এপ্রিলকে ঘৃণা করি
অশ্বতের ঢালে প্যাঁচার মত
জানালের ফাঁকে ঘুম ভাঙানি রোদের মত
আস্তাবলের ঘ্রাণের মত।
আমি এপ্রিলকে ঘৃণা করি
বিশাল সমুদ্রের হিংস্রতার মত
খুনির আঘাতে বারবার রক্তাত্ব ছুরির মত
অধিকার হারানোর যন্ত্রনার মত।
এপ্রিল একটা মর্মান্তিক ঘূর্ণিঝড়
যার কবলে আমি নিঃস্ব জঞ্জাল
ধ্বংস সম্রাজ্যের মত।