আর কত নক্ষত্রের রাত
অভিমানে কাল হয়ে যাবে!!
বরং এসব রাতে জোনাকির মত
পৃথিবী জয় এর কল্পনায় সুখী হওয়া উচিত,
নিজস্ব পৃথিবী।
পৃথিবীর বড় বড় শাসকরাও
একদিন বাঁচতে চায়
মুক্ত বিহংগের মত,ফড়িং এর মত,
ডিশের তারের কাক এর মত,ফাকা রাস্তার মত।
প্রেমিকার নীল জানালায় ফিরবার অপেক্ষায়
কত শত কবিতার বিকেল এখনো না পাওয়া
কতশত শুন্য হৃদয় এখনো
মুসাফির হয়ে বসবাসে ব্যস্ত,
সেখানে উপস্থিত আমার তোমার
আর কত নক্ষত্রের রাত
অভিমানে কাল হয়ে যাবে!!
2022-02-27