Review This Poem

এটা প্রেমের ভাংগা সেতু না,
জ্ঞানের রাজ্যে আকাশচুম্বী ফিজিক্স এর সূত্রও না,
এটা কবিতা কিনা তাও জানিনা,
তবে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি এক একটা কবিতা ভাবা হয়,
তাহলে আইনস্টাইন শ্রেষ্ঠ কবিতার নাম হতো কি?নাকি মুহম্মদ?
আমি তো পুরনো ফাইলের মত তলায় পরে থাকতাম, ময়লা জমে পরিতক্ত হয়ে জং ধরতো,এখনো ধরেছে।
পৃথিবীটা নাটকের সংলাপের চেয়েও কম কি?
যার যার চরিত্রে মনযোগ দিয়ে কাজ করে যাচ্ছে সবাই।
আমরা তো এখন বিবর্তনবাদ,রাজনীতি, মহাকর্ষ অভিকর্ষ নিয়ে তর্ক করি,এইসব মানুষরুপী কবিতাদের পড়বার সময় কই?
বেঁচে থাকার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে,মানুষকে প্রিয় কবিতা ভেবে বার বার পড়তে থাকা।তারপর নিজেকে সুখী মনে হবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments