1/5 - (1 vote)

সবকিছু পিছু ফেলে ছাড়িয়ে যায়,
তাকে আটক রাখে অনন্তহীন
হতাশা আর গ্লানি;প্যারাফিনের বদ্ধ
শিকলের মতোই শক্ত তারা।
সে ব্যর্থ হয় ,বাতাসে মিলিয়ে
যেতে চায় ,মুক্ত-মুক্ত হতে চায় ।

অথচ কতটা নির্মম, সে সয়ে যায়,
মনে-মনে নদীর মতো বয়ে যায় ।
যায় দু-পাড় ভাসিয়ে ; ধ্বংস
বিধ্বস্ত ও গড়নের খেলা খেলে।
স্বর্গীয় অনুপাতের হিসাব কষে ,
এতেও তারা বিদ্রুপ করে ।
মাছরাঙার মতো ঠুকড়ে ঠুকড়ে দেহ
চষে বেড়ায়, কোথায় বাস তাদের?
হৃদয়ে কি আছে ? মায়া-ভালোবাসা-ঘৃনা।
অথচ হতাশা তার শিকড় উপড়ে ফেলে,
মুখ থুবড়ে পড়ে ,অপেক্ষা করে, কখন নির্বাসনের রাত শেষে আলো এসে হানা দেয় ক্রোধে-আগুনে-অপমানে পোড়া নীড়ে!
সে তাদের ঠকিয়ে বেড়ায় ,
খুঁজে বেড়ায় অগ্রায়ণের বিকেলে সোনালী অমৃতের গন্ধ ,সন্ধান করে বহুদূরে হৃদয়ের ফোয়ারাস্নাতের শব্দ ।
শুঁকে বেড়ায় ভিজে যাওয়া চুলে মাটির মৃদু র্স্পশ , খুড়ে বেড়ায় তঞ্চনের পর রক্তনদীর শুকানো পথ ।
জোনাকের আধো আলোয় রংতুলির ছন্দ তুলে, দক্ষিণা হিজলের তানপুরার সুরে নৃত্য জমায় সে।

তবুও তো তারা আসে ,
আগ্রুটিনিন মদ্যাবস্থায় থাকে।
তারা শুভ্রতাকে ঢেকে দেয়;
আর্টারির রন্ধ্রে-রন্ধ্রে চষে বেড়ায় ,
তারা নিরপেক্ষ,অত্যাচার,
আর সে অপরিপক্ক কাঙাল।

্্্্্্্্্্্্্্্্্্

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments