4/5 - (1 vote)

সে-কালের ছোট্ট কিশোরীর কথা মনে আছে তোমাদের?
কি আনন্দে, অবহেলে, নিদারুণ অভিযোগে, সুহাসিনীর হাসিতে নিজেকে মাতিয়ে,কৃষ্ঞকেশরে গোধূলির আলো
মেখে ; ছুটে বেড়াতো সবুজ মাঠে ।

পাষণ্ডের দল, কি করে পারলে সুহাসিনীর হাসি কেড়ে,
কলঙ্কের ধু্ম্রজালে বেঁধে পিষে ফেলতে?
মগজ আর হৃদয় কি মেঘাচ্ছন্ন হয়নি
নাকি মগজচ্ছিন্ন মেরুরজ্জুতে বাস
করো তোমরা?
অকথ্য নির্যাতনে তার শরীর যেমন
উষ্ঞ রক্তে-রক্তে রক্তজবায়
পরিণত হয়েছিল, তেমনি ত্রিশূলে তোদের বুক ফেড়ে রক্তগঙ্গা বইবে।
সেই গঙ্গায় নিকৃষ্ট সারশূন্য কুকুরদের লাশ ভেসে উঠবে।

নদীর মতো সুহাস্যে হাজারো ফুল সেজে উঠবে নিজের গানে, আপন ছন্দে, জীবনানন্দের জীবন দর্শনে।
পতিত হবে না ভূ-পতিত তারার মতো।
ধর্ষকদের বিনাশ করবো আমরা ফুলেরা;
স-বীজে, পত্র-শিকড়ে।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
নওয়াজিশ শিউল
1 year ago

সুন্দর