কি করে ফেরাতে হয়
জানি না,
আমি
আমি শুধু ফিরতে জানি।
রাত ভোর হলে-
সকাল গড়িয়ে দুপুর হলে
আমি কাটগড়ায় ফিরতে জানি।
হলফনামা ছুয়ে বলে দিতে পারি
এ জীবন ভালোবেসে আমিও হেরে গেছি
তুমিও হেরে যাবে প্রিয়তমা।।
কি করে ফেরাতে হয়
জানি না,
আমি
আমি শুধু ফিরতে জানি।
রাত ভোর হলে-
সকাল গড়িয়ে দুপুর হলে
আমি কাটগড়ায় ফিরতে জানি।
হলফনামা ছুয়ে বলে দিতে পারি
এ জীবন ভালোবেসে আমিও হেরে গেছি
তুমিও হেরে যাবে প্রিয়তমা।।