বাংলা কবিতা, হলফনামা কবিতা, কবি সাব্বীর কবীর - কবিতা অঞ্চল
5/5 - (2 votes)

কি করে ফেরাতে হয়
জানি না,

আমি
আমি শুধু ফিরতে জানি।
রাত ভোর হলে-
সকাল গড়িয়ে দুপুর হলে
আমি কাটগড়ায় ফিরতে জানি।
হলফনামা ছুয়ে বলে দিতে পারি
এ জীবন ভালোবেসে আমিও হেরে গেছি
তুমিও হেরে যাবে প্রিয়তমা।। 

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments