Review This Poem

তুমি দেখো
তুমি দেখো
মুখোমুখি আয়নায় দাঁড়িয়ে
তোমার বক্ষ বন্ধনী খুলে দেখো-
সন্ধ্যা তারা উঁকি দেয় তোমার বুকে!

অথচ
অন্ধকারাচ্ছন্ন আকাশে
আমার তো সন্ধ্যা তারা হবার কথা ছিল
দূরত্বের হিসেব নিকেষে আমি কেবলই সন্ধ্যা!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments