তোমাকে,
একান্তে বলতে চাওয়া কথা গুলো
মনটাকে আরও বেশি গুটিয়ে দিয়ে-
প্রচন্ড আকাঙ্ক্ষার সাগরে ছুড়ে ফেলে,
বড্ড বেশি একা করে তোলে।
তারপর
তারপর একদিন এই বিষাদের একাকীত্বে;
সমস্ত রাত জুড়ে এই বেওয়ারিশ শরীর ঝুলে থাকে সিলিং এ।
ডানা ভাঙা পাখির আর্তনাদে
এই শহরের বুকে চুপি চুপি ভোর নেমে এলে-
সমস্ত রাতের ক্লান্তি ঝেড়ে
বেড সাইড টেবিল থেকে মুখোশ তুলে মুখোমুখি আয়নায় দাড়িয়ে একটা দীর্ঘ শ্বাস গোপন করে আবার বেড়িয়ে পড়ি।
জেনে রাখো প্রিয়তমা;
এই মুখোশের অন্তরালে খামোখা খেয়ালে,
তোমার ঐ কাজল কালো চোখে
আমি একটা বিষাদগ্রস্ত পাখি।