কতটুকু পাহাড় কিংবা কতটুকু সাগর পেরুলে
তোমাকে খুঁজে পাওয়া যাবে?
কতটুকু নিরেট তুলির আঁচড়ে
স্পষ্ট হবে তোমার প্রতিকৃতি?
বলে দাও
বলে দাও অদিতি?
অদিতি,
তোমাকে ঠিক কত’টা ভালোবেসে
গত সন্ধ্যায় মরে গেছে তোমার প্রাক্তন প্রেমিক?
অদিতি,
ঠিক কতটুকু আফিমে ভুলেছো প্রাক্তন প্রেমিক?
বলে যাও
শুধু একবার বলে যাও অদিতি
কত’টা দূরত্ব গেলে বিচ্ছেদ আসে?
অদিতি,
কত’টা দূরত্বে গেলে বুকের ভেতর বাজে বিষন্ন ভালোলিন?
কত’টা অভিমান-
কত’টা অবহেলা পুষে তোমার বর্তমান প্রেমিক
নিয়েছে আমৃত্যু সেচ্ছা নির্বাসন বলতে পারো অদিতি?