চলে যাচ্ছি
চলে যাচ্ছি
আজ বাদে কাল চলে যাচ্ছি!
সাথে নিয়ে যাচ্ছি তোমার গচ্ছিত সন্ধ্যা,
সন্ধ্যাকালীন চা’য়ে তৃপ্তির ঢেকুর-
রেখে যাচ্ছি চায়ের পেয়ালায় ব্যর্থ চুম্বন।
নিয়ে যাচ্ছি
একগুচ্ছ সবুজ স্মৃতি ; স্বপ্নের ডাল পালা
বুকের বা’অলিন্দে নিয়ে যাচ্ছি বিদায়ের বিষণ্ণ সুরে
নোট বুকে লিখে দেয়া বিদায় সম্ভাষণ “ভালো থেকো”
চলে যাচ্ছি
সোডিয়ামের তীব্র উৎকণ্ঠায় তোমাকে আর খোঁজা হবে না প্রিয়।
চলে যাচ্ছি
আজ বাদে কাল চলে যাচ্ছি!