বেদনার উহুদে চাপা পড়ে আছি আমি, তুমি গোলাপি শাড়ি পড়ে চুলখুলে দাঁড়িয়ে আছো স্মৃতির আয়নায়, চোখ মেলে আমি বুঝে উঠি তুমি সময়ের হাতধরে অধিকার সীমান্ত অতিক্রম করে পালিয়ে গ্যাছো, স্মৃতির আঁচড়ে ফুলে উঠেছে জীবনের ক্লান্ত শরীর! ব্যার্থ জীবনের অঙ্গ প্রত্যঙ্গজুড়ে বিষন্নতার ইনফেকশনের মেলা, ঘুমুতে গ্যালেই তুমি সাঁতরে বেড়াও স্মৃতির অ্যাকোরিয়ামে, আর আমার হৃদয় সতেরো মাসের অবুঝ শিশুর মতোন স্মৃতির অ্যাকোরিয়ামের কাঁচ ধরে ছোবার তাড়নায় বুক ভাসায়, অথচ ছোয়া মেলে না! একজোড়া চোখকে অশ্রুজ্বলে ভাসিয়ে এই স্মৃতির সেলে আমাকে ফেলে রেখে উড়ে বেড়াচ্ছো কার আকাশে, আধফোটা লাজুক গন্ধরাজের মতোন হেসে উঠে কোথায় বাজিয়ে তুলছো বেহেশতী নূরের ঘন্টা! কঠিনতম কতো কিছু বুঝে ফ্যালো তুমি সহজে, তুমি পাথরের বুকে কোমলতা দ্যাখো, তুমি বুঝোনা কেবল আমি তোমাকে ভালোবাসি এ সহজ স্বীকারোক্তি! তুমি দ্যাখোনা কেবল আমার হৃদয়ের ভালোবাসা বিলের সবটুকুজুড়ে ফুটে থাকা পদ্মের বুকে লেখা ❝দিয়া! আমি তোমাকে ছাড়া মরে যাচ্ছি ক্রমশ: এখন আমি এখানে তোমাকে ছাড়া ভালো নেই❞ আমি একটু ও ভালো নেই___!
2022-08-16