বিষন্নতার ঘামে ভিজে গ্যাছে বিকেলের শরীর!
নীলিমায় কাকেদের নিস্তব্ধ ওড়াওড়িতে
তোমার চলে যাবার শোকের রঙে সেজেছে আকাশ!
কেঁদে কেঁদে সুপারি থোকায় ঘুমিয়ে পড়ছে
বাতাশের দলেরা!
গন্ধরাজ গাছ শুকিয়ে গ্যাছে ফুলেদের মৃত্যুশোকে!
স্মৃতিরা কারবালা আঁকছে সন্ধ্যের বুকে!
ক্যানো
জীবনের শরীরজুড়ে স্মৃতি আঁচড়ে পালিয়ে গ্যালে
আমার সব সুখেদের বেধে নিয়ে গ্যাছো ওড়নার আঁচলে
আমাকে মুছে ফেলে
অধিকার আকঁছো কার কপালে….