Review This Poem

তোমার প্রেমারণ্যের কাঁটারা ছিড়ে ফেলেছে পা’জোড়া
পা মেলে বসে আছি বিরহের রেললাইনে
তুমি পছন্দের গ্যাসঅলা বেলুনের মতো
উড়ে চলে যাচ্ছো দূরে বহুদূরে
ধরা ছোঁয়ার বাইরে!

কতো কতো
আকুতিদের তাড়িয়ে দিয়েছে
তোমার হৃদয় ফটকের তীব্র প্রত্যাখ্যানেরা।
অথচ
এমন আকুতিরা তো আসমান পেরিয়ে
আরশের উঠোনে ও
কবুলের দোলনায় নিমিষে খেলে বেড়ায়।

খোদার নারাজি ভেঙে ফেলি দু একটা সিজদায়।
খোদার আরশে মায়া পোছাতে গিয়ে আসমান ও ফাটাই।
কতো বড় পথ তোমার হৃদয়ের?
তোমাকে পেতে গ্যালে
কাদঁতে হবে কতো হাজার সিজদায়।?
কতো রাতের শরীরে
ইনসমনিয়া আঁকলে তোমাকে পাওয়া যায়!

বারবার অবাধ্য হয়েও শেষবারের মতোন বোলে বোলে কতো সহজে আরশের খোদাকে ও প্রেমে জড়াই।

আরশ তো কতো দূরে
অথচ একই শহরেই তো আমরা ঘুরে বেড়ায়
তবে ক্যানো সব আকুতি কিংবা মায়া
তোমার হৃদয়ে পৌঁছুতে গ্যালে পথ হারায়!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments