তোমাকে
ভুলে থাকতে গিয়ে আরো বেশি বেশি জপি
নানান ব্যাস্ততায় নিজেকে সপি।
ভুলে যাবার চশমা পড়ে ফেলি চোখে
অথচ চশমার দাঁত ঝুলে নেমে আসে নাকে,
তোমাকে বারবার দেখে ফেলি
ভুলতে চাইবার চশমার ফাঁকে।
বুকের ভেতর
আকুতি পাখিরা বারবার তোমার নামধরে ডাকে।
তোমার মুখাবয়বে
বোকা স্বপ্নের দলেরা উড়ে বেড়ায় ঝাঁকে ঝাঁকে,
হিসেব নিকেশ কিংবা অধিকারের আকাশ পেরিয়ে।
কুরান পড়া পাপ জানি পশ্রাব করতে গিয়ে
তবু য্যানো জায়েজের ব্যারিকেড ভেঙে
আয়াতেরা নেমের পড়ছে ঠোটের উঠোনে,
সবকে আটকে গ্যালে উস্তাদের মা’র খাবার ভয়ে।
তোমাকে ভাবি কারণে অকারণে,
সময়-অসময়ে, সবখানে।
তোমাকে জপি সারাক্ষণ।
ভোররাতে
ঘুমচোখে হাটতে হাটতে পড়তে থাকা সবকের মতোন।