4/5 - (1 vote)

বাতাশের দলেরা
লুকোচুরি খেলে বেড়াচ্ছে
জানালার গ্রিলে,
মিটমিটি পায়ে দৌড়ে বেড়াচ্ছে
ব্যালকনিতে শুকোতে দেয়া
মায়ের শাড়ির আচলে,
বারবার আমি উঠে পড়ি চোখ মেলে
ভীষণ জ্বরে মাথা ফুলেছে
ঘুমেরা ও
তোমার মুখাবয়বে পালিয়েছে!
বাতাশে মায়ের শাড়ি উড়ে
আমার কানে ভাসে পরিচিতি সুরে
পরম আদরে
তুমি ডাকছো আমার নামধরে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments