আমার মন চায়
এখনি ছারছীনা যাই
গলায় দরদ ভাসাই
কিয়ামে দাঁড়াই
ইয়া নাবী সালামু আলাইকা আওড়াই!
ইচ্ছা করে আকাশে যাই
মেঘেদের সামনে দাঁড়াই
মেঘের পাখনায় দুরুদ আটকাই
আর দুরুদ বৃষ্টি নামায়া ক্বলব ভিজায়!
আমার ইচ্ছে করে
সব ভালোবাসা নিংড়ে দেই মুহাম্মাদের তরে
আর আমার কন্ঠ য্যানো ফেটে পড়ে
দুরুদের উপরে
আমার ইচ্ছে করে
দুরুদ বাজায়া দিই পৃথিবীর সব মিনারে!
চৌধুরী সাজিদ সাইফুল্লাহ