রাতের তারাদের ভরসায় তোমাকে রেখে আমি বেরোলাম রোদ্দুরে।
আর অন্তরালের তারাদের হেঁকে বললাম,
শীতলতা দিও তারে, স্বপ্ন আর শান্তি।
খর রোদ্দুরে বর্ষা এলো আমায় ঝেঁপে,
রাতের তারাদের সাথে চাঁদ উঠলো হেসে।
আমি আরশের দিকে তাকিয়ে বললাম,
প্রভূ হে, আমার দৃষ্টিকে করো প্রসারিত।