5/5 - (2 votes)

তরু শরীর, শাখা শীর্ষে,
পাতার কোল আলো করে
স্বপ্ন সফল করতে সগৌরবে
ফুল আসে অসীম আদরে।

বংশ বীজের তরে
ধারক ফল সৃষ্টির জন্যে
সদা প্রস্তুত থাকে ডিম্বাশয়,
সযত্নে লুক্কায়িত রাখে
হাজারো ডিম্বাণু সেথায়।
ফুলের সফল পরাগায়ন,
নিষিক্তকরণ এবং অবশেষে
একটি স্বপ্নের পরিণমন।

পৃথিবীর বুকে আরো নানা দিকে
সে সব বীজ ছড়িয়ে পড়ে;
সুমিষ্ট মাংসল ফলের,
পুষ্টিকর গুন জেনে, সুগন্ধের,
সৌন্দর্যের আকর্ষণী হাতছানিতে
প্রাণী, জল, বাতাসের ভরে।

জমিনের এক কোণা হতে
দূরে অন্য কোণায় খুশি ভরে
জানা-অজানায় ছড়িয়ে পড়ে
মাতৃ ও অপত্যের প্রতিদ্বন্দ্বী না হয়ে।

সবশেষে বংশ বীজের বিকাশে
ফুলের শাহাদাত সফল হয়।
একটি ফুল; আপত্য গাছের
হাজার স্বপ্নবীজের মূল।
স্বপ্ন পূরণের আগে ঘর ভেঙে
ন্যায় অধিকারে আঘাত হেনে,
গাছ থেকে ছেঁড়া একটি ফুল
হাজার ভ্রূণ হত্যার সমতুল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments