অভিনয়টা ঠিক যাচ্ছে না ধরা
সময়ের সাথে বাড়ছে ব্যস্ততা
ভুলছি না কিছু তবুও
বাড়ছে কেবল বিষণ্ণতা।
কাঁদতে পারছি না
যতই হচ্ছে মন খারাপ
তবুও কিছু ভুলছি না
কোথাও কেউ নেই, এখন নিজের সঙ্গে নিজেই করি আলাপ।
আমি অন্ধকারে ডুবে গেছি শোকে
মাঝরাতে বাড়ে বাড়ে সেই পুরোনো অসুখ
পুষে রাখি সব যন্ত্রণা সব ভালোবাসা
বুকে;
অভিনয়টা ঠিক যাচ্ছে না ধরা
রোজ রোজ নতুন চরিত্র
খেলছি নিজের সঙ্গে।
ফিরে এসো, ফিরে এসো প্রিয়তমা;
আমার এবার ক্ষমা করো
এভাবে তো আর নিজের সঙ্গে লড়াই করে বাঁচতে পারছে না,
মন।