আমার কিছুই নেই
না অক্ষর
না শব্দ
না বাক্য
না একটা কবিতা।
বর্তমান নেই
নেই ভবিষ্যতের আশা
অথচ অতীত ছিলো আমার,
সকল অতীত মুছে ফেলেছি,পুড়িয়েছি,হারিয়েছি।
এখন আমার কিছুই নেই,
আমিও নেই আমার ভেতর।
এই দেহ, এই মন;
এখন দখলে চলে গেছে
বসবাস অযোগ্য বোলে সাইনবোর্ড টাঙ্গিয়েছি বছর হয়ে এলো।
তবুও নিস্তার পাইনি, জোরপূর্বক আস্তানা গেড়েছে সমুদ্র।
নোনাজলে ক্ষয়ে ক্ষয়ে পড়ছে স্মৃতি,
কিছুই মনে থাকেনা, মনে পড়েনা একমাত্র প্রেমের বিচ্ছেদ ঘটনা।
পিছুটান নেই,
নেই বেঁচে থাকবার নির্দিষ্ট কারণ।
সময় কেড়ে নিয়েছে মৃত্যুর জন্য অপেক্ষা
কারণে হাসা মুখ, হাসছে অকারণে;
পাগল না হতে চাইবার বিলাপে পাগল বোলছে লোকে,
মন জানে আবার জানে না,
এই বালছাল বোকছে ঠিক কোন শোকে।
সিগারেট নেই,
নেই চা কিংবা কফি;
চিঠি পুড়িয়ে খাই,
কান্নার জল পান কোরেই
আতলামো আঁকি।
সত্যি বোলছি আবারো,
আমার কিচ্ছু নেই।
বন্ধু নামের সম্পর্কে’র দেখা পাইনি আজও,
তাই এসব আলাপ-বিলাপ করা হয়নি কখনও।
আমি এখন হাওয়া হয়ে যাবার পথে,
গাছ হবার কথা থাকলেও, হতে পারিনি।
কারণ দর্শানোর কেউ নেই,
গ্রেফতার কোরবার কেউ নেই,
দোষ স্বীকারের কেউ নেই,
আইনজীবি নেই,
বিচারক নেই,
স্বাক্ষী নেই,
কোনো পক্ষ নেই,
সত্যি বোলতে কোনো মামলাই নেই।
আমার কাছে পথ নেই,
আলো নেই,
পাহাড় নেই,
নদী নেই,
কূল নেই,
একটা সমুদ্রের বিশ্বাসঘাতকতায় হারিয়েছি সব।
হ্যাঁ।
আমি সব হারিয়েছি
আমি সব হারিয়েছি
আমি সব হারিয়েছি
আমার কাছে এখন কিছুই নেই, কিছুই নেই।
আমায় ক্ষমা করো,
আমি ক্লান্ত,
একটু ঘুমোতে চাই
একটু ঘুমোতে চাই
একটু ঘুমোতে চাই।