কলমটা বড্ড মাতাল আজ
দু-লাইন লিখতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লো খাতায়
চোখের জল, আদতে নোনতা;
হুইস্কির গ্লাস, আধ-খাওয়া সিগারেট;
উড়ে যায় শূন্যতা।
2019-12-25
কলমটা বড্ড মাতাল আজ
দু-লাইন লিখতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লো খাতায়
চোখের জল, আদতে নোনতা;
হুইস্কির গ্লাস, আধ-খাওয়া সিগারেট;
উড়ে যায় শূন্যতা।