আমিও একদিন তুষার হবো
ছুঁতে তোমার পদস্পর্শ,
একদিন বৃষ্টি হবো আমি
তোমার ছোঁয়া পেতে।
ভ্যানকুভারের পাহাড় কিংবা নদী
সবুজ ঘাসের লনের মাঝেও যদি
মিশে যেতে চাই আমি
শুধু তোমার দেখা পেতে।
আমিও একদিন তুষার হবো
ছুঁতে তোমার পদস্পর্শ,
একদিন বৃষ্টি হবো আমি
তোমার ছোঁয়া পেতে।
ভ্যানকুভারের পাহাড় কিংবা নদী
সবুজ ঘাসের লনের মাঝেও যদি
মিশে যেতে চাই আমি
শুধু তোমার দেখা পেতে।