Review This Poem

একদিন যখন তুমি ছিলে,
অফিসের উৎসবে অনুষ্ঠানে শাড়ী পড়া নারীটাই ছিলো
সকলের মধ্যমনি।
একদিন যখন তুমি ছিলে,
শীতের ফুল বাগান আলোকিত করে ছবি তুলতে
আমরা দাড়িয়ে দাড়িয়ে দেখতাম।
একদিন যখন তুমি ছিলে,
অপেক্ষায় থাকতাম কখন আসবে
একটি কবিতা হাতে ধরিয়ে দিয়ে বলতাম, কেমন হয়েছে?
সব কিছুইতো আগের মতোই আছে
সেই অফিস, সেই লোকজন সবকিছুই আছে
নেই শুধু তুমি,
ভাবতেই কেমন জানি লাগে।
নলজানি থেকে আদাবর, ঢাবি থেকে এন সি এস ই
সবপথেই খুঁজে ফিরি আমি
যদি পেয়ে যাই পরশ মাখা কোন স্মৃতি
যদি পেয়ে যাই রেখে যাওয়া পদচিহ্ন
যত্নকরে রেখে দিতাম তারে মিটাতে তার শুন্যতা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments