ষোল কোটি মানুষের মাঝে
খঁজে ফিরি আমি দুটি চোখ
যার দিকে একটু তাকালে
মিটে যেত মনের অসুখ।
কখনো মরে যদি যাই আমি
বুকটা ছিঁড়ে দেখে নিও
পুরোটা হৃদয় জুড়ে
আঁকা আছে শুধু অপরাজিতার ছবি।
ষোল কোটি মানুষের মাঝে
খঁজে ফিরি আমি দুটি চোখ
যার দিকে একটু তাকালে
মিটে যেত মনের অসুখ।
কখনো মরে যদি যাই আমি
বুকটা ছিঁড়ে দেখে নিও
পুরোটা হৃদয় জুড়ে
আঁকা আছে শুধু অপরাজিতার ছবি।