এই যে অবুঝ, সোনালু ফুল কিংবা কৃষ্ণচুড়ার মাঝে খুঁজছ কাকে?
কবিতার অপরাজিতাকে ।
কি হয় তোমার?
কেউ না।
তাকে খুঁজেই কি লাভ?
তা তো জানি না।
সে তো ব্যস্ত মানুষ, কোন দিন আসবে না , তবুও?
প্রিয় ব্যাক্তিতো সব সময়ই প্রিয় থাকে।
তোমার পাশে তো হাজারো মানুষ,
তবুও সহস্র মাইল দুরের মানুষের জন্য কেন এত মায়া?
জয় করেছে সে তাই।
এই যে অবোধ কাঁদছো কেন?
শুন্যতায়,
কার?
অপরাজিতার,
কেঁদেই কি লাভ?
তাও জানি না ।
2024-05-20