আচ্ছা, তুমি কি লিখছো?
কবিতা
কাকে নিয়ে ?
অপরাজিতাকে নিয়ে।
কম্পিউটারে কি দেখছো?
ছবি,
কার ছবি?
অপরাজিতার
আচ্ছা, তুমি শুয়ে শুয়ে কি ভাবছো?
একজন প্রিয় মানুষের ।
নাম কি?
অপরাজিতা।
মোবাইলে কি শুনছো?
গান।
কি গান শুনছো?
অপরাজিতার পছন্দের গান।
কোথায় যাচ্ছো?
মার্কেটে।
কি কিনবে?
অপরাজিতার জন্মদিনের উপহার।
আচ্ছা তুমি কি পড়ছো?
জীবনী।
কার জীবনী?
অপরাজিতার, তার জন্ম, পড়াশোনা, তার প্রিয় অপ্রিয় সবকিছুই।
সবপ্রশ্নের উত্তর তো দেখছি অপরাজিতা, সে কি তা জানে?
না।
সে কি তোমাকে ভাবে?
জানি না ।
তাহলে?
আমার আবেগ, ভালবাসা, অনুভুতি
সবকিছু বলতে আমি তো তাকেই বুঝি।
তার কাছে কি চাও?
কিছুই না। শুধু তার দু চোখে তাকাতে চাই
আর তাকে নিয়ে লিখতে চাই।
মিথ্যে মিথ্যে মাথা নষ্ট করে কি হবে?
জানি না।
মানুষ জীবনে সব কিছুতো পাওয়া হয় না।
কিছু মিষ্টি আবেগ, মধুর স্বপ্ন মাখা অপরাজিতাকে পাবো না, তাতে কি?
তাকে না পাওয়ার দু:খের মাঝেও পাই কিছু সুখ স্মৃতি
তাই একটা অপুর্ণতা না হয় মনের ভেতর জমা থাক।
2023-05-13