কান্নার জন্য আমার কিছু দু:খ প্রয়োজন
সে দু:খ হবে ভালবেসে চলে যাওয়ার দু:খ
যা দিয়ে আমি বাকিটা জীবন কেঁদে কেঁদে পার করতে পারি
দেবে কি আমায় কিছু দু:খ।
যদি কিছুটা সময় নাই ভালবাস
তাহলে দু:খ হবে কেমন করে?
একটি ক্ষণের জন্য হলেও
এক ফলক চোখে চোখ রেখে হলেও যদি ভালবাস
তাই হবে আমার আর বেশী কিছু নয়
দেবে কি আমায় ভালবেসে হারানোর দু:খ।
দু:খ দেয়ার জন্য হলেও একটু ভালবাসা দাও
ছলনা করে হলেও দাও
আমিযে তোমার ভালবাসার খুবই কাঙ্গাল
দেবে কি আমায় কিছু দু:খ ভালবেসে দুরে চলে যাওয়ার দু:খ।
আমার কবিতা লেখার জন্য কিছু দু:খ প্রয়োজন
যে দু:খ হবে তোমাকে হারানোর দু:খ
যে দু:খ হবে ভালবাসা পাওয়া না পাওয়ার দু:খ
দেবে কি আমায় তুমি?