ফুলে ফুলে শোভিত এ ধরা
চারিদিকে আল্পনা আঁকা
মনে মনে আজ উচ্ছলতার ধারা
আজ প্রিয় অপরাজিতার জন্মদিন।
বেঁচে থাকুক হাজার বছর
অটুট থাকুক তার এ যৌবন
প্রার্থনা করি তার বাকীটা জীবন
হোক আনন্দ রঙীন।
আজকের এই দিনে
জীবনের নতুন বছরের পদার্পনে
একটি আকাশ নিলাম কিনে ভালবাসার ঋণে
দিব উপহার তার শুভ জন্ম দিনে।
আজ তারারা খসুক, জোনাকী উড়ুক
প্রজাপতি নাচুক মন খুলে
আনন্দের জোয়ার ভেসে যাক মনে মনে
শুভেচ্ছা ও ভালবাসা জানাই তোমার জন্ম দিনে।