এই শীতে স্নো-ফল পড়ুক আর না পড়ুক
প্রতিদিন পড়ে আমার মনে
আমি তাতে অবগাহন করি
শুধু তোমার কথা ভেবে।
আমি আকাশ দেখিনা তোমাকেই দেখি ।
আকাশের কাছে যেমন যাওয়া যায় না, স্পর্শ করা যায় না শুধু ভালাবাসা যায়
ঠিক তেমনি তোমাকেও।
তাই যখনি স্বচ্ছ নীল আকাশ দেখি, তখনি মনে হয় তোমাকেই দেখছি।
শতজনে চেয়েছিল, শতজনে চায় তোমার হতে
আমার মনও অজান্তে
যোগ্যতা ছাড়াই লাইনে দাড়িয়ে যায়
যদি কোন দিন কোন পথে দেখা পাই তোমার সাথে
পড়ে শুনাতাম তোমার জন্য লেখা গুলো।
এ প্রজন্মের মানুষগুলো একদিন মরে যাবে
চলে যাবে তুমি ও
শুধু রয়ে যাবে তোমাকে নিয়ে লেখা গুলো
যা মনে রাখবে পৃথিবীর মানুষগুলো বহুদিন।