কখনো যদি মন খারাপের দিনে কষ্টগুলো ভুলে থাকতে চাই
দেখে নেই তোমার ছবি গুলো, পড়ে নেই তোমার হাতের লেখা গুলো
কিংবা শুনে নেই কলরেকর্ডে থাকা তোমার কথাগুলো।
যদি মন ভাল করতে চাই অপেক্ষায় থাকি
তোমার সাথে বসে গল্প করতে, তোমাকে নিয়ে কবিতা লিখতে
কিংবা তোমার পছন্দের গান শুনতে।
তোমার চলে যাওয়ার কষ্ট কমাতে চাইলে
কাঁদতে চাই অনেক অনেক,
কিন্তু পুরুষরাতো কাঁদে না,
তবু ও চোখে জল আসে
তোমাকে আর দেখতে পাব না বলে।
2023-06-10