ভ্যানকুভার তুমি এত নিষ্ঠুর কেন?
তোমার মায়ায় আচ্ছন্ন করে নিয়ে যাচ্ছো আমার অপরাজিতাকে।
তোমারতো অনেক আছে,
আমার তো একটাই আকাশ যেখানে আমি বাঁচি এক বিমুর্ত জগতে
সেটুকুন আকা্শও তুমি যদি নিয়ে নাও, আমি স্বপ্ন দেখব কি নিয়ে
আর কল্পনার অক্সিজেন ছাড়া আমি বাঁচবো কি করে বলো?
2023-06-13