আমি পৃথিবীর দেশ দেশান্তর দেখতে চাই না
শুধু তোমাকেই দেখতে চাই ।
আমি আকাশ দেখি না সবকিছুতে তোমাকেই দেখি
আমি কবিতা লিখি না শুধু তোমাকেই লিখি।
তোমার দুটি চোখ আমাকে দাও
অথবা আমার দুটো চোখ তুমি নাও
পৃথিবীর কোন সৌন্দর্যই বেশি সুন্দর নয় তোমার চেয়ে
তাইতো শুধু তোমাকেই দেখতে চাই।
2024-01-17