বিচ্ছু মায়ের শেষ পরিণাম
জীবন হলো শেষ,
মায়ের শরীর কামড়ে খেয়ে
সন্তান থাকে বেশ!
জন্ম দিয়েই রাখলো পিঠে
আরাম করে রয়,
মায়ের মাংস খেয়ে খেয়েই
অনেক বড়ো হয়!
নিরব ভাবে সইলো ব্যাথা
সব যাতনা মা!
তাদের বড়ো করতে মায়ে
পাইনি ব্যাথার ঘা!
সমাজ মাঝে এমন অনেক
সন্তান আছে ভাই,
আরাম আয়েশ করছে তারা
দেখতে মোরা পাই॥
বাবা মায়ের নিঃস্ব করেই
অনেক দূরে আজ,
খোঁজ নেবার হয়না সময়
পায়না তারা লাজ!
মা বাবা আজ সন্তানের যে
হলো বোঝার পাড়॥
তাইতো তাদের টানতে এখন
লাগে অনেক ভার!
বিচ্ছু মায়ের মাঝেই পাইবে
সব মায়ের ওই মিল,
সন্তান তরে এক নিমিষেই
দেয় যে কেটে দিল!